Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোণায় ৫০ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

প্রতিবেদক
বার্তা বিভাগ
নভেম্বর ২, ২০২৩ ১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

বার্তা ডেস্ক।। নেত্রকোণা জেলা গোয়েন্দা পুলিশ ভারতীয় সীমান্তবর্তী বটতলা এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদসহ এক মাদককারবারিকে আটক করেছে।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ন্দা পুলিশের একটি টিম ভোর সাড়ে ৬টার দিকে জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী বটতলা এলাকায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৫০ বোতল ভারতীয় মদসহ মোহাম্মদ আল আমিন নামের এক যুবককে আটক করা হয়।

আটক আল আমিন ঢাকার মৃত ফজলুল হক ঢালীর পুত্র।

এ ব্যাপারে ডিবির এসআই মাজাহার ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পরে বুধবার বিকালে আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।