বিশেষ প্রতিবেদক।। মিথ্যা সংবাদ প্রকাশ ও বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে অনুসারীদের নিয়ে ময়মনসিংহের নান্দাইলে বিক্ষোভ মিছিল করেছেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম।
রোববার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে নান্দাইল পৌর এলাকায় এ বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় আব্দুস সালামের পাশে অস্ত্র হাতে এক ব্যক্তিকেও দেখা গেছে।
বিষয়টি নিয়ে নান্দাইলে তোলপাড় শুরু হয়েছে। অপরদিকে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র নিয়ে এ ধরনের বিক্ষোভ মিছিল বেআইনি বলছে প্রশাসন। বিষয়টি নজরে আসায় অস্ত্রধারী ব্যক্তিকে খুঁজতে শুরু করেছে পুলিশ।
খোঁজ নিয়ে জানা যায়, অস্ত্রধারীর নাম মো. কামরুজ্জামান। তিনি বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার মো. দেলোয়ার হোসেনের ছেলে। কামরুজ্জামান আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের মেয়ের জামাতা জাহিদ হাসান প্রীতমের গানম্যান।
নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, ২৯ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী রঞ্জিত কুমার বর্মণ একটি আইনি নোটিশ দেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালামসহ ছয় জনের বিরুদ্ধে।
কিশোরগঞ্জের হোসেনপুরের সিদ্দিক হোসেনে পক্ষের নোটিশটি দেওয়া হয়। নোটিশে বলা হয়েছিল ঋণখেলাপির অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৩ সালে হাইকোর্টের রায়ে মেজর জেনারেল আব্দুস সালামের (অব.) সংসদ সদস্য পদ অবৈধ ঘোষণা করা হয়। তাই সংসদ সদস্য থাকা অবস্থায় নেওয়া রাষ্ট্রীয় আর্থিক সুবিধা (শুল্কমুক্ত গাড়িসহ) ১৫ দিনের মধ্যে ফেরত দিতে বলা হয়।
নোটিশটি নিয়ে ৩১ অক্টোবর একটি সংবাদ মাধ্যমে ‘সাবেক এমপির নেওয়া আর্থিক সুবিধা ফেরত চেয়ে আইনি নোটিশ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর জেরে সাংবাদিকসহ কয়েকজনকে লিগ্যাল নোটিশ দিয়েছেন উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক শফিউল আলম রাসেল।
এদিকে মিথ্যা সংবাদ প্রকাশ ও বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে অনুসারীদের নিয়ে রোববার বিক্ষোভ করেন নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম। এ সময় তার মেয়ে জামাইয়ের গানম্যানকে অস্ত্র হাতে দেখা যায়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান শটগান হাতে মহড়া দেয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, বিষয়টি আগে জানতাম না। জানার পর অস্ত্রধারী কামরুজ্জামানকে বিক্ষোভ থেকে দূরে সরিয়ে দেই। কামরুজ্জামানের শটগানটি লাইসেন্স করা। এছাড়া, কামরুজ্জামান আব্দুস সালামের জামাতা জাহিদ হাসান প্রীতমের গানম্যান।
এ বিষয়ে সাবেক সংসদ সদস্য আব্দুস সালামের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করলেও বন্ধ পাওয়া যায়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শামীম হোসেন প্রতিবেদককে বলেন, এরই মধ্য বিষয়টি আমাদের নজরে এসেছে। অস্ত্রটির লাইসেন্স থাকলেও তা নিয়ে বিক্ষোভ মিছিল করার সুযোগ নেই। অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাফিজার রহমান বলেন, কারো কাছে লাইসেন্সধারী অস্ত্র থাকলেও তা প্রকাশ্যে প্রদর্শন করার সুযোগ নেই। আমরা খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।