Durnitibarta.com
ঢাকাসোমবার , ২৩ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

দেশি মাছের কেজি সর্বনিম্ন দাম ৫০০ টাকা,অস্থির সবজির বাজার

প্রতিবেদক
Editor
জানুয়ারি ২৩, ২০২৩ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ জেলা প্রতিনিধি :

ময়মনসিংহে সপ্তাহের ব্যবধানে সব প্রকার দেশি মাছের দাম বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা। বাজারে ৫০০ টাকা কেজির নিচে নেই কোন প্রকার দেশি মাছ। শীতের প্রভাবে সব প্রকার সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। একই সাথে বেড়েছে ডিম ও গরুর মাংসের দাম। কমেছে দেশি মুরগির দাম।
সোমবার (২৩ জানুয়ারী) বিকালে ময়মনসিংহ নগরীর প্রধান কাঁচাবাজার মেছুয়া বাজারে ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।
ওই বাজারের মাছ মহালের বিক্রেতা শফিকুল ইসলাম বলেন, শীতের মৌসুম দেশের খালবিল শুকিয়ে যাওয়ার কারণে আমদানী কম। তাই, সব প্রকা দেশি মাছের দাম সপ্তাহের ব্যবধানে ১০০ থেকে ১৫০ টাকা বেড়েছে।
তিনি বলেন, চাপিলা মাছ ৫০০ টাকা, বেলে মাছ ৫০০ টাকা, চেলা মাছ ৮০০ টাকা, গুলশা ৭০০ টাকা, বাতাশি ৯০০ টাকা, বাইম ৮০০ টাকা, টেংরা ৫০০ টাকা, আইড় মাছ এক হাজার টাকা, বড় বোয়াল মাছ এক হাজার টাকা, দেশি চিংড়ি ৯০০ টাকা, বাগদা চিংড়ি ৬০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
তিনি বলেন, চাষ করা মাছের দামও কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। তিনি বলেন, পাবদা মাছ ৩৫০ টাকা, টাকি মাছ ৩০০ টাকা, ছোট রাজপুটি ২০০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, বাউশ মাছ ৩০০ টাকা, গ্লাস কার্প ২২০ টাকা, কাতল মাছ ২৮০ টাকা, রুই মাছ ৩৫০ টাকা, মৃগেল মাছ ৩২০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
একই বাজারের সবজি বিক্রেতা মাহমুদুল হাসান বলেন, শীতের মৌসুম প্রায় শেষ পর্যায়ে আবার অতিরিক্ত শীত ও কুয়াশায় সবজির ক্ষেত নষ্ট হচ্ছে। মুলত এসব কারণেই সবজির দাম বেড়েছে।
তিনি বলেন, কাঁচা মরিচ ২০ টাকা ১০০ টাকা, নতুন দেশি আলু ৫ টাকা বেড়ে ৪০ টাকা, নতুন হল্যান্ড আলু ৫ টাকা বেড়ে ৩০ টাকা, টমেটো ৩৫ টাকা, সিম ১০ টাকা বেড়ে ৪০ টাকা, ছোট মিস্টি লাউ ১০ টাকা বেড়ে ৬০ টাকা, শশা ২৫ টাকা, গাজর ৩০ টাকা, খিরা ৫ টাকা বেড়ে ৪০ টাকা৷ বাধাকপি ও ফুলকপি ১০ টাকা বেড়ে ৩৫ টাকা, মুলা ৫ টাকা বেড়ে ১৫ টাকা, বেগুন ২০ টাকা বেড়ে ৫০ টাকা, মটরসুটি ২০ টাকা বেড়ে ৮০ টাকা, করলা ২০ টাকা বেড়ে ৮০ টাকা, ঢেড়স ১২০ টাকা, সিমের বিচি ১০০ টাকা, বরবটি ১৪০ টাকা, লতা ১২০ টাকা, পেপে ৫ টাকা বেড়ে ৩০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, লেবু হালি প্রতি ১০ টাকা বেড়ে ৩০ টাকা হালি বিক্রি হচ্ছে।
আলামিন স্টোরের বিক্রেতা ফারদিন ইসলাম বলেন, সব প্রকার ডালের দাম কিছুটা কমেছে।
তিনি বলেন, মাসকলাই ১০০ টাকা, মাসকলাই ডাল ১৩৫ টাকা, খেসারী ডাল ৮০ টাকা, ক্যাঙ্গারু মসুর ডাল ১৩০ টাকা, হাইব্রীড মসুর ডাল ৯০ টাকা, ভাঙা মসুর ৯০ টাকা, ছোলা বুট ৮০ টাকা, মটর ডাল ৭০ টাকা, বুটের ডাল ৮৫ টাকা, মুগডাল ১২০ টাকা, মটর ডাল ৬৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।
মুরগি বিক্রেতা মোহাম্মদ আলী বলেন, দেশি মুরগি ৫০ টাকা কমে ৪০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তিনি বলেন, সোনালী মুরগি ২৫০ টাকা, ব্রয়লার মুরগি ১৪০ টাকা, সাদা কক ২৩০ টাকা, লেয়ার মুরগি ২৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
মাংস মহালের মাংস বিক্রেতা মো. আকবর আলী বলেন, গরুর মাংস ৬৫০ টাকা বিক্রি হলেও সপ্তাহের ব্যবধানে ৩০ টাকা বেড়েছে। এদিকে, খাসির মাংস ৯০০ থেকে ৯৫০ টাকা বিক্রি হচ্ছে। এদিকে ফার্মের মুরগির ডিম হালিতে ৫ টাকা বেড়ে ৪০ টাকা, হাসের ডিম ও দেশি মুরগির ডিম ৫ টাকা বেড়ে ৬৫ টাকা হালি বিক্রি হচ্ছে।
একই বাজারের মাসুদ মিয়া বলেন, পেয়াজের দাম স্থিতিশীল হলেও রসুনের দাম কিছুটা বেড়েছে৷ তিনি বলেন, পেয়াজ ৩০ টাকা, আদা ৮০ টাকা, দেশি ও ইন্ডিয়ান রসুনের দাম কেজিতে ৪০ টাকা করে বেড়েছে। তিনি বলেন, হলুদ ১৪০ থেকে ১৫০ টাকা, দেশি শুকনা মরিচ ৩৫০ টাকা থেকে ৩৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।