Durnitibarta.com
ঢাকাবুধবার , ১১ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় ব্যাডমিন্টন চাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে বিদায় নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা

প্রতিবেদক
বার্তা বিভাগ
অক্টোবর ১১, ২০২৩ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

সাহিদুল ইসলাম, নীলফামারী ।। ৩৮তম জাতীয় ব্যাডমিন্টন চাম্পিয়নশিপে দ্বৈত ইভেন্টে প্রথম রাউন্ডের খেলায় জয় পেলেও দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিতে হলো নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার তানভীর রহমান বন্ধন ও রাফসান বিন রিফাতকে।

মঙ্গলবার (১০ই অক্টোবর) ঢাকার শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে জাতীয় ব্যাডমিন্টন চাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডের খেলায় সিলেট শিক্ষা বোর্ডের ইফতেখার ও জুয়েল আহমেদের কাছে ২-১ সেটে পরাজিত হয় নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা।

এর আগে, সোমবার ব্যাডমিন্টন চাম্পিয়নশিপের প্রথম রাউন্ডের খেলায় ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছিল নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার বন্ধন ও রিফাত।

আগামীতে আরও ভালো প্রস্তুতি ও চাম্পিয়ন হওয়ার দৃঢ় প্রত্যয়ে আসবেন বলে জানান নীলফামারীর খেলোয়াড়েরা এবং তাদের পারফরম্যান্স মোটামুটি ভালো ছিল বলে জানান প্রশিক্ষক।

উল্লেখ্য, গত ৮ই অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সের শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক। এবারের আসরে ৬২টি জেলা, ৭টি বিভাগ, ৩টি শিক্ষাবোর্ড ও ৬টি বিশ্ববিদ্যালয়ের দল সহ মোট ৮১টি দল অংশগ্রহণ করেছে।