Durnitibarta.com
ঢাকাবুধবার , ২২ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী!

প্রতিবেদক
বার্তা বিভাগ
মার্চ ২২, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিবেদক:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলাকে বুধবার (২২ মার্চ ২০২৩) ভার্চুয়ালি আনুষ্ঠানিকভাবে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে গৃহহীনদের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মাহফুজুল আল মাসুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহম্মেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, পৌরসভার প্যানেল মেয়র-১ মো. নাজিম উদ্দিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুর রহমান, আল ফারুক, মো. সালাহ উদ্দিন কাদের রুবেল, আব্দুল্লাহ আল আমিন জনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবু নাসের মো. ইকবাল, উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সোহেল রানা পাপ্পু প্রমুখ।

ভূমি ও ঘর পেলেন যাঁরা আবু হানিফ, হেমেন্দ্র চন্দ্র দাস, মো. রঞ্জু মিয়া, খোদেজা, মো. আব্দুস ছালাম, মোসা. ফুলবানু, মগবুল, হাজেরা খাতুন, মো. বাবুল মিয়া, মো. নয়ন মিয়া, নারায়ন চন্দ্র দাস, মোছা. নার্গিস, নুরজাহান, চান খা, আনোয়ারা বেগম, তাছলিমা বেগম, মো. ইব্রাহিম মিয়া, জমিলা খাতুন, মোছা. জুলেখা, মো. আব্দুল খালেক, মো. হাসিনা বেগম।