Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ২ জুন ২০২২
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে পদোন্নতিপ্রাপ্ত দশ শিক্ষককে সংবর্ধনা

প্রতিবেদক
Admin
জুন ২, ২০২২ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীত হওয়া দশজন শিক্ষককে সিনিয়র শিক্ষক (প্রথম শ্রেণি গেজেটেড) হিসেবে পদোন্নতি পাওয়ায় আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (০২ জুন) বিকেলে গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়ে হল রুমে এ সংবর্ধনা দেন স্কুলের শিক্ষকগণ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।

পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন- মোঃ মোবারক আলী, এ কে এম মশিউর রহমান, স্বপন চন্দ্র মৃধা, মোঃ এমদাদুল হক খান, মোঃ বদরুল আলম, মোঃ হুমায়ুন কবির, মোহাম্মদ আব্দুল মালেক, মোহাম্মদ শাহজাহান কবীর, কাজী মোহাম্মদ সফিকুল ইসলাম ও মুহাম্মদ শফিকুল ইসলাম।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোবারক আলীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ বদরুল আলমের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোহাম্মদ আব্দুল মালেক, মোঃ শাহজাহান কবীর, সহকারী শিক্ষক মোঃ ছাইদুর রহমান খান, মুহাম্মদ জাহিদুল আলম, মোঃ মাহবুবুর রহমান, শেখ ফয়জুন্নেসা সুলতানা, মাহবুবুর রহমান, মোঃ আতাউর রহমান, সাদিয়া বেনজীর, শফিকুল ইসলাম, বিমল চন্দ্র মজুমদার, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান কাউসার, ছাত্র অভিভাবক মোঃ ফারুক আহাম্মদ, সাংবাদিক আরিফ আহম্মেদ প্রমুখ।