Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ১৬ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জ হাসপাতালে কুকুরকান্ডের তদন্ত শুরু

প্রতিবেদক
Khairul Islam Alamin
মার্চ ১৬, ২০২৩ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ সংবাদদাতা:

ময়মমনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কুকুরকান্ডে উপজেলা প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটির কার্যক্রম  শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মোবাইল দিয়ে ছবি ধারণকারী ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে হাসপাতালে যান তদন্ত কমিটি।

তদন্ত কমিটির আহবায়ক সিনিয়র মৎস্য অফিসার সানোয়ার রাসেল জানান, তদন্ত চলছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।

আরো পড়ুন>> 

ঈশ্বরগঞ্জ হাসপাতালে কুকুর ঘুমায় রুগীর বিছানা ডাক্তারের টেবিলে

ঈশ্বরগঞ্জ হাসপাতালের কুকুরকান্ডে পৃথক তদন্ত কমিটি

উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাতে ডাক্তারের টেবিল ও রুগীর বেডের উপর শুয়ে কুকুর শুয়ে থাকার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে উপজেলা জুড়ে ব্যপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় বিভিন্ন পত্র-পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশ হলে টনক নড়ে প্রশাসনের। যার প্রেক্ষিতে জেলা সিভিল সার্জনের নির্দেশে তিন সদস্য বিশিষ্ট ও উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন সদস্য বিশিষ্ট পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে