Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে শহীদবেদিতে জুতো নিয়ে কৃষি কর্মকর্তা

প্রতিবেদক
Khairul Islam Alamin
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিবেদক: ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে জুতা পায়ে শহীদ মিনারে উঠার ছবি সামাজিক যোগাযোগে ভাইরাল হওয়ায় সমালোচনার মুখে পড়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান। গত সোমবার (২০ ফেব্রয়ারি) রাত ১২টা ২২ মিনিটের দিকে উপজেলা শহীদ মিনার চত্ত¡রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ২৪ সেকেন্ডের ভিডিও চিত্রটিতে দেখা যায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ফুলের ডালা নিয়ে শহীদ মিনারে যান কৃষি কর্মকর্তা নুসরাত জামান। এসময় তিনি কালো শাড়ি ও সাদা জুতা পরিহিত অবস্থায় শহীদ মিনারে উঠেন। এ ব্যাপারে জানতে চাইলে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার বলেন, জুতা নিয়ে শহীদ মিনারে উঠা ভাষা শহীদদের প্রতি অসম্মান প্রদর্শনের সামিল। দায়ীত্বশীল কর্মকর্তার এরূপ আচরণ কাম্য নয়। উপজেলা চেয়ারম্যান মাহ্মুদ হাসান সুমন বলেন, জুতা নিয়ে শহীদ মিনারে উঠার ভিডিও চিত্রটি ভাইরাল হয়েছে শুনেছি। ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর সময় কৃষি কর্মকর্তার সতর্ক থাকার উচিত ছিলো। উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ বলেন, বিষয়টি শুনার পর মর্মাহত হয়েছি। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামানের কাছে মুঠোফোনে বক্তব্য জানতে চাইলে তিনি ফেনে বক্তব্য দিতে রাজি হননি। তার কার্যালয়ে যাওয়ার কথা বলে কলটি কেটে দেন। পরে অফিসে গিয়ে অফিস বন্ধ পাওয়া যায়। উপজেলা নিবার্হী অফিসার মোসা. হাফিজা জেসমিনের মোবাইল ফোনে একাধিক কল দিলেও তিনি রিসিভ করেননি।