ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা যুবমহিলা লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা পরিষদ হল রুম ঈশ্বরগঞ্জে শিউলি আক্তারের সভাপতিত্বে সমাবেশের উদ্বোধন করেন জেলা যুবমহিলা লীগের আহবায়ক অধ্যাপক বিলকিস খানম পাপড়ি।
রানী ইসলাম ও হাসনা হেনার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা যুবমহিলা লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক স্বপ্না খন্দকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, উপজেলা আ’লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, বজলুর রহমান, যুবলীগ সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভুঞা সুমন প্রমূখ।