Durnitibarta.com
ঢাকারবিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে মাহমুদ হাসান সুমনের ৬ষ্ঠ কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা বিভাগ
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কর্মী সমাবেশ করেছেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৩৬টি কর্মী সমাবেশের মধ্যে এটি ৬ষ্ঠ কর্মী সমাবেশ। শনিবার সন্ধ্যায় উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের খালবলা বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আঠারবাড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক মুস্তাফিজুর রহমান স্বপনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সদস্য শরিফুল ইসলাম আকন্দ রানা, আঠারবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল বাশার, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন সরকার, সাইফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক শেলিম আহমেদ প্রমুখ।

উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম, বজলুর রহমান, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আবুল মুনসুর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূইঁয়া সুমন, ঈশ্বরগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি সাইদুল গণী ভূইঁয়া রুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওলিউল্লাহ রাসেল, সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান গনি ভূইয়া হীরা, সাবেক সহ-সভাপতি অর্ণব হোম চৌধুরী, সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম সায়েম, উপজেলা যুবমহিলা লীগ সভাপতি শিউলি আক্তার, সহ সভাপতি হাসনা হেনা, যুগ্ম সাধারন সম্পাদক তানজিলা আক্তার মুন্নি, উপজেলা যুবলীগের প্রস্তাাবিত কমিটির, মহিলা সম্পাদিকা প্রিয়া চৌধুরী সহ ইউনিয়নের ৪,৫,৬নং ওয়ার্ডের জনসাধারণ।

এছাড়াও উক্ত সমাবেশে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।