Durnitibarta.com
ঢাকাবুধবার , ৩১ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযানে আটক-৯

প্রতিবেদক
বার্তা বিভাগ
মে ৩১, ২০২৩ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম আল আমিন: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযানে ৯জনকে আটক করছে পুলিশ। গত মঙ্গলবার (৩০ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নিয়মিত মামলা সহ বিভিন্ন অপরাধে আটকের পর গতকাল বুধবার আটককৃতদের আদালতে সোপর্দ করা হয় ।

আটককৃতরা হলেন, জুয়া আইনে খৈরাটি গ্রামের মনির উদ্দিনের ছেলে মঞ্জুরুল হক, মৃত সিরাজ আলীর ছেলে আদর আলী, চরহোসেনপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে রফিকুল, পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার আতারামপুর গ্রামের জনাব আলীর ছেলে রফিকুল, পুলিশ আইনের ৩৪ ধারায় খৈরাটি গ্রামের হারুন অর রশীদের ছেলে রাজন মিয়া, চরশিহারী গ্রামের হারুন অর রশিদের ছেলে জাহাঙ্গীর, বুলবুল মিয়ার ছেলে রাসেল মিয়া।

নিয়মিত মামলায় নান্দাইল উপজেলার সগ্রাদী গ্রামের আব্দুল গফুরের ছেলে শফিকুল ইসলাম ও একই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুল কুদ্দুস ওরফে সেলিম মিয়া।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি ।