খাইরুল ইসলাম আল আমিন।। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে রবিবার দুপুরে ঈশ^রগঞ্জ পৌর শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে এ অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি হজরত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পিন্টুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিবেসে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুমন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঈশ্বরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার কমান্ডার, উপজেলা শিক্ষা অফিসার নিলুফার হাকিম, উপজেলা ইউআরসি ইনস্ট্রাক্টর শেখ মোকশেদা জামান, বিপিটিএ এর কেন্দ্রিয় কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, বিপিটিএ এর ময়মনসিংহ জেলা শাখার নিবার্হী সভাপতি শেখ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ভূইয়া, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঈশ^রগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা এবাদুল ইসলাম, উপজেলা শিক্ষা কমিটির শিকক্ষক প্রতিনিধি আজিজুল হক, বিপিটিএ এর ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্ঠা লুৎফর রহমান, সাইফুল ইসলাম তালুকদার ।
এসময় আরও বক্তব্য রাখেন, ঈশ^রগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, বজলুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূইয়া প্রমুখ।
উক্ত অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষকা, অবসর প্রাপ্ত শিক্ষক মন্ডলি ও বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক খাইরুল ইসলাম আল আমিন, যুগ্ম আহবায়ক উবায়দুল্লাহ রুমীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।