Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে প্রবাসীর অর্থায়নে দুই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রতিবেদক
Khairul Islam Alamin
মার্চ ২, ২০২৩ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:  ঈশ্বরগঞ্জে প্রবাসীর অর্থায়নে স্থানীয় মহাশ্মশানে দুইটি মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।  বৃহস্পতিবার সকালে যথারীতি ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী ঈশ্বরগঞ্জের পরিচিত মুখ শ্যামলেন্দু কুমার চক্রবর্তীর ব্যক্তিগত উদ্যোগে ভিত্তিপ্রস্তর (শিলান্যাস) স্থাপন করা হয়। এসময় শাস্ত্রমতে ধর্মীয় আচারে পৌরহিত্য করেন শ্রী বিজয় চক্রবর্তী। যার ফলে মহাশ্মশানের ধারাবাহিক সংস্কার ও আধুনিকীকরণের সাথে যুক্ত হলো আরেকটি পালক। ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও উদ্যোক্তার পরিবারবর্গ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন । স্থানীয় মহাশ্মশানের পুকুরপাড়ে শিব ও শ্মশানকালী মাতার মন্দির নির্মাণের উদ্যোগকে সাধুবাদ জানান সচেতন মহল । এ ব্যাপারে জানতে চাইলে শ্যামলেন্দু কুমার চক্রবর্তী জানান, আমি মনের তাগিদেই দুইটি ম›দির নির্মাণের উদ্যোগ নিয়েছি। মন্দির নির্মাণে ব্যয় হবে আনুমানিক ২৫ লক্ষ টাকা । বর্ণ ও শ্রেণিবৈষম্য ব্যতিরেকে ধর্মীয় কাজে সকলের অংশগ্রহণ ও সহযোগিতাকে বেগবান করতেই আমার এ প্রয়াস । ঈশ্বরগঞ্জ মহাশ্মশান পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পিন্টু চৌধুরী জানান, দুইটি মন্দির নির্মাণের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। সকলের সহযোগিতা ও পরামর্শক্রমে আমরা মহাশ্মশানের ধারাবাহিক উন্নয়ন কর্মকান্ডে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছি বলে জানান তারা ।