ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্ম বার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত ও উপজেলা শিল্পকলা একাডেমির সহযোগীতায় আলোচনা সভা, কবিতা আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নিবার্হী অফিসার ও শিল্পকলা একাডেমির সভাপতি মোসা.হাফিজা জেসমিনের সভাপতিত্বে ও সাংবাদিক রতন ভৌমিকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী।
সঙ্গীত পরিবেশন করেন, পলি সরকার, প্রিয়ন্তি ভট্টাচার্য্য ছোঁয়া, অনামিকা চৌধুরী পরী, দেবাশ্রিতা ধর শ্রেষ্টা ও তিথি রায়।
কবিতা আবৃত্তি করেন, সাংবাদিক জাহিদ হাসান ও ফয়সাল আহমেদ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।