খাইরুল ইসলাম আল আমিন:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পহেলা এপ্রিল শনিবার বিকেলে পৌর শহরের গোহাটা মসজিদে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তর জেলা শাখার সভাপতি হাদিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম মুমেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক মা: মাসউদুর রাহমান, সাংগঠনিক সম্পাদক আরশাদুল হকসহ ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।