Durnitibarta.com
ঢাকাশনিবার , ১২ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে ইত্তেফাকুল উলামার প্রতিনিধি সম্মেলন

প্রতিবেদক
বার্তা বিভাগ
আগস্ট ১২, ২০২৩ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী’র ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার পৌর শহরে অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা খন্দকার আবুল ফজলের সভাপতিত্বে ও মুফতি ওবায়দুল হক, মুফতি মানসুর আহমাদ, মাও. হিফজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর মজলিশে শুরার সভাপতি মাওলানা হাফেজ আব্দুর রহমান হাফেজ্জী।

এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা উপ-আমেলার সভাপতি মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে অন্যানের মাঝে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মাওলানা আনওয়ারুল হক, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মাহমুদুল হক আযীযী প্রমুখ।

এসময় ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা, পৌর শাখা ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দসহ পার্শ্ববর্তী উপজেলা নান্দাইল ও গৌরীপুরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।