Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ১৪ জুন ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে ইত্তেফাকুল উলামার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিবেদক
Admin
জুন ১৪, ২০২২ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম আল আমিন:

মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মার অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইত্তেফাকুল উলামা।

ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্তরে মঙ্গলবার বিকেলে ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওঃ হিফজুর রহমানের সঞ্চালনায় সমাবেশের সভাপতিত্ব করেন ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল ফজল।

সমাবেশে বক্তব্য দেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম বুলবুল, ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ কে এম ফরিদুল্লাহ ফরিদ প্রমুখ।

এর আগে বিভিন্ন এলাকার মসজিদ, মাদরাসা, স্কুল কলেজ থেকে হাজারো জনতা বিক্ষোভ মিছিল সহকারে পৌর শহরের মার্কাজ মসজিদে এসে একত্রিত হয়। পরে কয়েক হাজার ধর্মপ্রাণ তৌহিদী জনতার মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে সমাবেশ করে। এ সময় ঈশ্বরগঞ্জ পৌর শহর লোকে লোকারণ্য হয়ে যায়। ‘মহানবীর অবমাননা, মানবো না মানবো না’ ও ‘কটূক্তিকারীর ফাঁসি চাই’ সহ বিভিন্ন শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে।

সমাবেশে আরও বক্তব্য দেন ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি হাফেজ আহমদ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওঃ মাহমুদুল হক আজিজী, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি উবায়দুল হক প্রমুখ।