Durnitibarta.com
ঢাকাসোমবার , ১৩ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে অবরোধের বিরুদ্ধে আব্দুস ছাত্তারের পক্ষে বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
বার্তা বিভাগ
নভেম্বর ১৩, ২০২৩ ১২:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: চতুর্থ দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের বিরুদ্ধে ময়মনসিংহ(৮) ঈশ্বরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারের পক্ষে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। রবিবার (১২ নভেম্বর) বিকেলে অবরোধ কর্মসূচির তীব্র প্রতিবাদ জানিয়ে ময়মনসিংহ- কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ও পৌর এলাকার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা। এসময় ‘বিএনপির অবরোধ, মানি না মানি না’, ‘দেশ বিরোধী চক্রান্ত মানি না, মানবো না’, ‘অবৈধ অবরোধ, মানি না মানবো না’, ‘ছাত্রদলের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান’, ‘ঈশ্বরগঞ্জের মাটি, ছাত্তার ভাইয়ের ঘাঁটি, শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই’,ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়। মিছিল শেষে মহাসড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন গোল চত্বরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতারা। এসময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও ঈশ্বরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মতিউর রহমান মতি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম মাসুদ, সদস্য আব্দুর রব কাজল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, ময়মনসিংহ জেলা যুবলীগের সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, মাইজবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদ মিয়া, পৌর যুবলীগের সভাপতি আশরাফুল আলম সুমন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম জুয়েল, দেলোয়ার জাহান মামুন, শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব কাজী জিয়াউল হক শুভ্র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আহমেদসহ উপজেলা আওয়ামী লীগ, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিএনপি হলো একটা সন্ত্রাসী দল। তাদের অবৈধ অবরোধ দেশের মানুষ মানে না। তারা অবরোধের নামে নাশকতা করে নির্বাচনকে বানচাল করতে চায়, জনগণের জানমালের ক্ষতি করতে চায়। তাদের উদ্দেশ্য হলো দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তা কখনো হতে দেবে না। জনগণের জানমাল রক্ষায় তাদের এই সহিংসতার বিরুদ্ধে নেতাকর্মীরা সতর্ক পাহারায় আছে ।