Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ২৭ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী ছাত্র আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন

প্রতিবেদক
বার্তা বিভাগ
জুলাই ২৭, ২০২৩ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি।। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) উপজেলার নুলুয়াপাড়া জামে মসজিদে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্র আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জোবায়ের আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার সহ-সভাপতি মুহা. মনিরুজ্জামান হুজাইফা।

ইসলামী ছাত্র আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক ও ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

এছাড়াও উক্ত কর্মী সম্মেলনে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি সম্পাদকগণ উপস্থিত ছিলেন।