ফারুক মিয়া, দেওয়ানগঞ্জ থেকে:
জামালপুরের ইসলামপুরে বুধবার আইন শৃঙ্খলা সভায় ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম,জামাল আব্দুন নাসের বাবুল সাংবাদিক নিয়ে বাজে মন্তব্য করায় ইসলামপুর প্রেসক্লাবে তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে ইসলামপুর প্রেসক্লাবের প্রতিবাদ সভায় ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, ইসলামপুরে প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, সাধারণ সম্পাদক হাফিজ লিটন,সাবেক সহসভাপতি ফিরোজ খান লোহানী , সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাদে মুল ইসলাম বাবুল, ইসলামপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কোরবান আলী, সহ সভাপতি রহিমা সুলতানা মুকুল, সাংবাদিক আব্দুস সামাদ, ইয়ামিন মিয়া, লিয়াকত হোসেন লায়ন, রোকনুজ্জামান সবুজ, কামরুজ্জামান দোলনসহ অনেকেই বক্তব্য রাখেন।
জানা যায়, বুধবার ইসলামপুরে আইন শৃঙ্খলা সভা চলা সময় ইসলামপুর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক হাফিজ লিটন শহরের বাইপাস সাড়কে পাথরঘাটায় অবৈধ ভাবে নদী ভরাট করা নিয়ে বক্তব্য রাখেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার আমলে নিলেও এসময় সভায় উপস্থিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম জামাল আব্দুন নাসের বাবুল কাউন্টার বক্তব্যে বলেন সাংবাদিকরা দিলেই ভালা; না দিলেই খারাপ বলে বাজে মন্তব্য করে।
এঘটনায় প্রতিবাদ স্বরুপ ক্লাবের সাধারণ সম্পাদক মিটিং ত্যাগ করেন। পরে এই ঘটনা প্রতিবাদে দুপুরে ইসলামপুর প্রেসক্লাবে প্রতিবাদ সভায় ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং সভায় উপজেলা পরিষদের সংবাদ বয়কট সহ প্রতিবাদমূলক কর্মসূচির সিদ্ধান্ত হয়। এছাড়াও সভায় বক্তারা উপজেলা পরিষদের সাধারন বরাদ্দের গত অর্থ বছরের শিশু পার্ক তৈরী নামে ১৮লাখ টাকা কাজ না করে লোটপাট, উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম ও বিভিন্ন সময় অসৌজন্যে মূলক আচরণ তুলে ধরেন।