Durnitibarta.com
ঢাকাসোমবার , ১৩ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

অবাধে চলছে ডিস চ্যানেলে অনলাইন জুয়ার বিজ্ঞাপন

প্রতিবেদক
বার্তা বিভাগ
নভেম্বর ১৩, ২০২৩ ৪:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক।। ক্যাসিনোর সম্রাটদের অনেকেই কারাগারে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোরতায় প্রকাশ্যে জুয়া-হাউজি কমে গেছে। অথচ ডিজিটাল পদ্ধতির অপব্যবহার করে অ্যানড্রয়েড ফোনের মাধ্যমে জমজমাট হয়ে উঠেছে জুয়ার আসর। এটাকে নাম দেয়া হয়েছে- অনলাইন জুয়ার আসর। বিভিন্ন অ্যাপ খুলে চালানো হচ্ছে অনলাইন জুয়া। দিন-রাত ২৪ ঘণ্টা খেলা যায়।
এতে দেশের স্কুল-কলেজের ছাত্র, বেকার যুবক ও তরুণ শিক্ষার্থীরা এসব খেলায় জড়িয়ে বখে যাচ্ছে। তরুণদের অনেকেই কৌতূহল বশত এ খেলা শুরু করার পরেই নেশায় পড়ে যাচ্ছেন। আর এসকল জুয়ায় সাধারণ মানুষকে আকৃষ্ট করতে ভিবিন্ন অনলাইন চ্যানেলসহ দেশের অনেক জায়গায় লোকাল ডিস ক্যাবলেও চলছে রাত দিন বিজ্ঞাপন।

সম্প্রতি বিটিআরসিকে অবিলম্বে সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশন; বিশেষ করে স্পোর্টস চ্যানেলসহ ডিজিটাল ও অনলাইন প্ল্যাটফর্মে অনলাইনে বাজি ও জুয়ার বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অন্যদিকে হাইকোর্টের এই নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে দিন রাত সমাজ বিধ্বংসী এসব বিজ্ঞাপন প্রচার করছে লোকাল ডিস মালিকরা।

অনুসন্ধানে দেখা গেছে, ফরিদপুর ও নওগাঁ জেলাসহ অনেক জেলায় অসংখ্য ডিস ক্যাবল চ্যানেলে six6s, a34jackpot win কোম্পানির জুয়ার বিজ্ঞাপন চলছে।

এবিষয়ে জানতে চাইলে ফরিদপুর জেলার মধুখালী কেবল নেটওয়র্ক মোবাইল এর মালিক জানান, ঢাকা’র এক বিজ্ঞাপন প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা তা প্রচার করেছি পরবর্তিতে প্রশাসনের নোটিশ পাওয়ায় জুয়ার বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দিয়েছি।

এ বিষয়ে গোয়েন্দা পুলিশের এক উর্ধতন কর্মকর্তা জানান, তদন্ত করে অতি দ্রুততম সময়ের মধ্যে এসব জুয়ার বিজ্ঞাপন প্রচারকারী ডিস ক্যাবল মালিকদের আইনের আওতায় আনা হবে।