বিশেষ প্রতিনিধি :
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত অভিযানে কাঁচিঝুলি এলাকায় শনিবার(১৮ নভেম্বর/২৩)দুপুরে একটি নির্মাণাধীন ভবন অনুমোদিত নকশার অনুযায়ী নির্মাণ না করায় অ-অনুমোদিত বর্ধিত অংশকে ৫ কর্মদিবসের মাঝে ভেঙে ফেলার নির্দেশ প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বুলবুল আহমেদ। এছাড়া নির্মাণসামগ্রী রাস্তার উপর রেখে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে এ ভবনমালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন তিনি।
অভিযানকালে স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।