শাহরিয়ার শাকির:
১০ জুলাই শেরপুর সদর উপজেলার হেরুয়া তালুকপাড়া যুবসমাজের উদ্যোগে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলাটি হেরুয়া তালুকপাড়ার বাগানবাড়ি মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল খেলায় অংশগ্রহন করে স্কুল দল বনাম কলেজ দল। খেলায় কলেজ দলকে এক গোলে পরাজিত করে স্কুল দল বিজয়ী হয়। উক্ত খেলায় সভাপতিত্ব করেন আলহাজ্ব নাজিম উদ্দীন মাষ্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২নং চরশেরপুর ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো: মেরাজ উদ্দিন, আরো অতিথি উপস্থিত হিসেবে ছিলেন এডভোকেড এরসাদ আলী লিটন, আওয়ামীলীগ নেতা রোকুনুজ্জামান খোকন, আওয়ামীলীগ নেতা সাখাওয়াত হোসেন বাবুল, আব্দুল্লাহ আল রায়হান শামীম, প্রভাষক নাজমুল ইসলাম, সাবেক মেম্বার শরাফত আলী, মতিউর রহমান, আ: বারেক, মিলন, হারুন অর রশিদ, হুমায়ুন, দেলোয়ার হোসেন, গিয়াস উদ্দীন রাসেল প্রমুখ। পরে সকল অতিথি এবং খেলোয়াড়দের উপহার প্রদান করে আয়োজকবৃন্দ। এবং বিজয়ীদল ও পরাজিতদলের খেলোয়ারের হাতে তাদের ট্রফি তুলে দেয় অতিথিবৃন্দ।




