Durnitibarta.com
ঢাকাবুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হলেন শাহজাহান সিরাজ তালুকদার

প্রতিবেদক
Editor
সেপ্টেম্বর ৬, ২০২৩ ৮:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার :

মাষ্টার ইদ্রিস আলী তালুকদার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক  বিলডোরা  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো.শাহজাহান সিরাজ তালুকদার  এবার ( ৪ সেপ্টেম্বর/২৩) হালুয়াঘাট উপজেলা প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ (এসএমসি) সভাপতি নির্বাচিত হয়েছেন।

প্রকাশ থাকে যে, প্রতিবারের মত এবারও উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত সভাপতিদের মধ্য থেকে উপজেলা শিক্ষা কমিটি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, লেখাপড়ার মানোন্নয়ন, বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা ও বিদ্যালয়ে সহশিক্ষা কার্যক্রম সফলভাবে পরিচালনায় দক্ষতার স্বাক্ষর রাখায় ২০২৩ সালের জন্যে শাহজাহান সিরাজ তালুকদারকে হালুয়াঘাট  উপজেলার প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করেন।এ ছাড়াও উপজেলার সকল  প্রাথমিক বিদ্যালয়ের মাঝে বিলডোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠাত্বের স্থান অর্জন করেছে।

শাহজাহান সিরাজ তালুকদার গত বছর হালুয়াঘাট উপজেলার (এসএমসির) সভাপতি ছিলেন, তিনি শিক্ষা বান্ধব ব্যক্তিত্ব মরহুম মাষ্টার ইদ্রিস আলী তালুকদারের সন্তান।

তাঁর এই অর্জনের বন্ধু মহল ও শুভাকাঙ্ক্ষীগণ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।