loading...

শার্শার উলাশী রঘুনাথপুর বাগ এ সীরাতুন্নবী (সঃ) জলসা অনুষ্ঠিত

0

মোঃ ফরহাদ বিশ্বাস ,বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার উলাশী আহমদীয়া মুসল্লিম জামাত রঘুনাথপুর বাগ এ অনুষ্ঠিত হয় সীরাতুন্নবী(সঃ) জলসা। শুক্রবার(১১ অক্টোবর) মাগরিব নামাজ শেষে এই জলসা শুরু করা হয়৷ হযরত ইমাম মহাদী (আঃ) এর রাসুল প্রেম, হযরত ইমাম (আঃ) এর আগমন ও তার হাতে বয়াত করার গুরুত্ব এবং হযরত মুহাম্মদ (সঃ) এর অতুলনীয় শান ও মর্যাদা সম্পর্কে জলসায় আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন, মাওলানা খালিদ হোসেন সবুজ মুরুব্বী সিলসিলাহ, মাওলানা আরিফুর রহিম মুরুব্বী সিলসিলাহ এবং শাহ মুহাম্মদ নুরুল আমিন মুরুব্বী সিলসিলাহ ঢাকা, মুহাম্মদ জাহিদ হাসান প্রেসিডেন্ট, আমুজা রঘুনাথপুর বাগ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ঐ জলসায় মেহমানদের বিভিন্ন প্রশ্ন পর্বের উত্তর দেন বক্তারা। তারা বলেন, ” আমরা মুসলমান” এক অদ্বিতীয় খোদা তা’লার প্রতি ঈমান রাখি এবং লা ইলাহা-ইল্লাল্লহু মুহাম্মাদুর রসুল্লাহ কলেমায় আমরা বিশ্বাসী হই। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি৷ জলসায় ইসলাম প্রিয় পুরুষের পাশাপাশি মহিলারাও অংশ গ্রহন করেন। জলসা শেষে কমিটি’র চেয়ারম্যানের পক্ষ থেকে শুকরিয়া জ্ঞাপন করে সকলের জন্য দো’আ কামনা করা হয়। সীরাতুন্নবী(সঃ) এর ঐ জলসায় সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন৷

loading...
%d bloggers like this: