শাহজাহান কবির :
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, কৃষিবিদ ড. সামীউল আলম লিটন ‘কোভিড -১৯’ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার আশুরোগ মুক্তি কামনায় বৃহস্পতিবার ২অক্টোবর রাতে ময়মনসিংহের গৌরীপুর পৌর আওয়ামীলীগের কার্য্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিন পরিচালনা করেন পৌর শহরের মধ্য বাজার বায়তুল আমান জামে মসজিদের ইমাম শামছুল আলম এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর পৌর সভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলামের এবং সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দীপু অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি/ সাধারণ সম্পাদক সহ আওয়ামীলীগের অঙ্গসহযোগী সংগঠন ও পৌর আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থক এ দোয়া-মাহফিলে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।