Durnitibarta.com
ঢাকাবুধবার , ২০ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহের ১ আসনে নৌকার প্রার্থী সাংবাদিক সম্মেলন

প্রতিবেদক
Editor
সেপ্টেম্বর ২০, ২০২৩ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি :

ময়মনসিংহ -১
(হালুয়াঘাট-ধোবাউড়া)সংসদীয় আসনে বাংলাদেশ আ’লীগের মনোনয়ন নিয়ে নৌকার প্রার্থী হতে চান এডভোকেট মো.নূরুল ইসলাম চৌধুরী (রানা)।তিনি বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও জননেত্রী সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি। বুধবার বিকালে হালুয়াঘাট উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী হিসেবে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে উপস্তিত ছিলেন হালুয়াঘাটের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।এ সময় রানা চৌধুরী তার বক্তব্যে বলেন,  আমি গত দুই সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। কিন্তু মনোনয়ন পাইনি। দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমি নৌকার মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করেছি। আমিবাদী মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপা ও দল এবার আমাকে মনোনয়ন দিবে।