Durnitibarta.com
ঢাকাসোমবার , ১৬ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা

প্রতিবেদক
বার্তা বিভাগ
জানুয়ারি ১৬, ২০২৩ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা বিএনপি সোমবার দুপুরে পৌর শহরে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মুক্তিযোদ্ধা বিজয়-৭১ মোড়ে পৌছঁলে পুলিশের বাঁধার সম্মুখীন হয়। এসময় নেতা কর্মীদের সাথে পুলিশের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে উপজেলা যুবদলের সাবেক সভাপতি এ কে এম আতিকুর রাজ্জাক ভূইয়া হীরার নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মাইজবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল, এমডি রাকিবুল আলম রতন, সদস্য শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম আল মামুন, ঈশ্বরগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আশিকুর রাজ্জাক ভূঁইয়া উজ্জল প্রমুখ।

পুলিশ জানায়, বিক্ষোভ মিছিলের নামে বিএনপির নেতা কর্মীরা জ্বালাও পুড়াও ও ভাংচুর করে থাকে, তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখার স্বার্থে মিছিলটি বন্ধ করে দেয়া হয়।