আহমেদ হুমায়ুন কবীরঃ
বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আনন্দ মিছিল, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ জানুয়ারী (বুধবার) বিকালে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের আয়োজনে ওইসব কর্মসূচী পালন করা হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা আহমেদের নেতৃত্বে জেলা পরিষদ ডাকবাংলো থেকে এক বিশাল আনন্দ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ডাক বাংলো প্রাঙ্গণে এসে মিলিত হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সমাপ্ত করে উপজেলা ছাত্রলীগের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াছিন আরাফাত, ওয়ালী উল্লাহ, ফরিদুল ইসলাম বাবু, শাহ আলম, মিঠুন, রাকিব, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার হৃদয়, ওয়াহিদুর রহমান পূণ্য, প্রীতিরাজ বর্মন অন্তু সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়ক ও পৌর ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা।