মাসুদ রানা, ময়মনসিংহ:
ময়মনসিংহে যথাযথ মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে । ভোর পাচ টা ৫৫ মিনিটে নগরীর পাটগুদাম এলাকায় অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় আনুষ্টানিকতা। এর পর শুরু হয় শ্রদ্ধা নিবেদন। শ্রদ্ধার প্রথম প্রহরে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান শ্রদ্ধা নিবেদন করেন।
পরে এক এক করে, বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্চ ডিআইজিপি চৌধুরী আব্দুলাহ আল মামুন, জেলা প্রশাসক মো খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ মুক্তিযোদ্ধা সংসদ।
এদিকে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সভাপতি আলহাজ এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত নেতৃত্বে ময়মনসিংহ স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবি সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সকাল ৯টায় স্টেডিয়ামে শারিরিক কসরত কুচকাওয়াজ পুরস্কার বিতরন করা হয় । সরকারী ও বেসরকারী উদ্যোগে আলোচনা সভা ও নানা আয়োজনে পালিত হয় জাতীয় দিবসটি।