loading...

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারকে দেখতে পঙ্গু হাসপাতালে এমপি নাজিম উদ্দিন

0

আবদুল কাদির:

গতকাল ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি কে দেখতে যান গৌরীপুর এর মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। এসময় তিনি বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমানসহ তার সাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সভায় যোগদানের উদ্দেশ্যে ময়মনসিংহ থেকে যাবার পথে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি ১৫ ফেব্রুয়ারি সকালে গাজীপুর রাজেন্দ্রপুর মোড়ের কাছে ইউলোপে মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। বিভাগীয় কমিশনারের পা ফেটে গেছে, হাত ও মাথায় আঘাত পেয়েছেন।

তাকে প্রথমে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। বর্তমানে ন্যাশনাল ইনসিটটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও কমিশনারের বডিগার্ড এএসআই মোঃ আব্দুল বারেক ও ড্রাইভার হেলাল উদ্দিন হাত পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।

loading...
error: Content is protected !!
%d bloggers like this: