প্রদীপ বিশ্বাস,ব্যুরো চিফ ময়মনসিংহ :
ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাস এলাকায় র্যাব ১৪ অভিযান পরিচালনা করে মো: মফিজুল হক কে (৩৩) আটক করে।
জানা যায় তার হেফাজত থেকে ১ টি বিদেশি পিস্তল,১ রাউন্ড গুলি,১টি ম্যাগাজিন ও চাপাতি উদ্ধার করা হয়।র্যাব জানায় গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে শিকার করে যে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে অস্ত্র ও গুলি সরবরাহ করে আসছিল।আসামীর বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের হয়েছে।অভিযান অব্যাহত থাকবে বলে র্যাব জানায়।