loading...

ময়মনসিংহে রাত হলেই জোয়ার আসর জমজমাট, প্রশাসন নির্বিকার! পর্ব-২

0

ষ্টাফ করেসপন্ডেন্ট:
ময়মনসিংহ সদর জেলার ফুলপুর, উপজলার বিভিন্ন এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতি রাতেই বসছে জমজমাট জুয়ার আসর। এই জুয়ার আসরে প্রতি রাতে লক্ষ লক্ষ টাকার খেলা হয়। ফলে এসব এলাকায় বেড়েছে মাদক, ডাকাতি, ছিন্তাই ও চোরের উৎপাত। নষ্ট পথে পা বাড়াচ্ছে উপজেলার আশেপাশের এলাকার যুব সমাজ। সেই সঙ্গে মাদকের আড্ডাও বেশ জমজমাট রয়েছে।

ফুলপুর এলাকার স্থানীয়রা জানায়, ডোবারপাড় এলাকায় ও কাজিয়াকান্দা সাবেক এমপি হায়াতুর রহমান খান বেলাল এর বাসার সামনে রাতে নিরব জুয়া খেলা হয়।

কে বা কার নেতৃত্ব এই জুয়ার আসর চলে? এমন প্রশ্নের জবাবে বলেন, আকিকুল ইসলাম আখি, আতিক, জামাল এর নেতৃত্বে প্রতিরাতেই চলে এ জুয়ার আসর। এখানে লক্ষ লক্ষ টাকার খেলা হয় প্রতিরাতেই।প্রায় ১ বছরে এই জুয়ার আসর চালানোর কল্যানে প্রায় কোটি টাকার মালিক হয়েছে বেশ কয়েকজন বিটার। তবে প্রভাবশালীদের বিরুদ্ধে প্রকাশ্যে কেউ মুখ খুলছে না। রহস্য জনক কারণে স্থানীয় প্রশাসনও এ ব্যাপারে নির্বিকার। তাই ঐ এলাকা সহ তার আশেপাশের এলাকায়ও প্রতিনিয়ত হচ্ছে চুরি-ছিনতাই সহ নানান অপকর্ম।

চলবে…….

ময়মনসিংহে রাত হলেই জোয়ার আসর জমজমাট, প্রশাসন নির্বিকার!

loading...
%d bloggers like this: