স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের আর কে মিশন রোড এলাকা থেকে মানুষের ১২টি মাথার খুলি ও ২ বস্তা হাড়সহ বাপ্পি নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আগে থেকে পাওয়া খবরে আজ সকালে শহরের ওই রোডে বাপ্পির বাড়িতে অভিযানে চালায় তারা।
পুলিশ বলছে, বেশ কয়েক দিন ধরেই বাপ্পির ওপর নজর রাখছিলো তারা। বাড়িতে বেশ কিছু কঙ্কাল আছে নিশ্চিত হওয়ার পর অভিযানে নামে পুলিশ।
কোতোয়ালী থানার অফিসার ইন-চার্জ (ওসি) ফিরোজ তালুকদার জানান, হাড় পাচারের উদ্দেশ্যে কবর থেকে কঙ্কাল চুরি করতো বাপ্পি। বিভিন্ন উপজেলা থেকে একটি চক্রের মাধ্যমে কঙ্কাল সংগ্রহ করা হতো।
এর আগেও কঙ্কাল চুরির মামলায় কারভোগ করে সে। বাপ্পি আরকে মিশন রোডে ভাড়া বাসায় থাকতো। তার নিজের বাড়ি কালিবাড়ির কবরখানা রোডে।