মাসুদ রানা, ময়মনসিংহ:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা সদরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আঘাতে চাচা খুন হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নিহতের নাম মিজানুর রহমান (৪৫) সে উপজেলা সদরের পূর্ব ভাটিপাড়া গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। স্থানীয় ও পুলিশ জানায়, শনিবার ( ১৮ মার্চ ) সকাল ৮টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজা নবী হোসেনের সঙ্গে কথা কাটা কাটি হয় মিজানুরের।
এই কথা কাটাটির এক পর্যায়ে নবী হোসেন গাছের ঢাল দিয়ে তার চাচা মিজানুরের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। এদিকে ফুলবাড়ীয় থানার অফিসার ইনচার্জ ( ওসি) রিফাত খান রাজিব এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । তিনি বলেন, চাচা ও ভাতিজার সঙ্গে কথা কাটা কাটির জের ধরেই এই হত্যাকান্ড ঘটেছে।
এ ঘটনায় নবী হোসেনকে আটক করা যায়নি সে পলাতক রয়েছে । তবে নবী হোসেনের মা এবং ছোট বোনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ ( মমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।