মাসুদ রানা, ময়মনসিংহঃ
ময়মনসিংহে মামার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে মারা গেছে জুলুফা আক্তার (৮) নামে এক স্কুল ছাত্রী। সে নগরীর জামতলা মসজিদ এলাকার বাসিন্দা হাফেজ এহসান আলির মেয়ে। জুলুফা স্থানীয় মডেল কিন্ডার গার্টেন স্কুলে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
শনিবার (৮ এপ্রিল ) দুপুরে নগরীর আজমতপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। জুলুফার মামা স্থাণীয় ফটো সাংবাদিক মোঃ কামাল জানান, শনিবার সকালে জুলুফা তার বড় মামা আব্দুল হকের সাথে আজমতপুরে খালাত মামার বাড়ি বেড়াতে যায়। সেখানে পুকুরে গোসল করতে নেমে আর ওঠে আসেনি। পরে খোজাখুজি করে না পেয়ে পুকুরে নেমে জ্বাল ও বাঁশ ফেলে জুলুফার মৃতদেহ উদ্ধার করে স্বজনরা। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ ( মমেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জুলুফাকে মৃত ঘোষনা করেন।