ময়মনসিংহ প্রতিনিধি :
মোমেনশাহী সদর দপ্তর আর্টডক ৪৫০ পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে। বৃহস্পতিবার সকালে লেফটেন্যান্ট জেনারেল এসএম মতিউর রহমান, জেনারেল অফিসার কমান্ডিং জিওসি আর্টডক দুস্থ ও শীতকাতর জনগণের মধ্যে সাহস সঞ্চার ও শীত উপহার প্রদান করেন।
তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও সাধ্যানুযায়ী আর্টডক কর্তৃক এ ধরনের মানবিক সহায়তা চলমান থাকবে। তারা করোনাকালে বিপুলসংখ্যক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার, ফেস মাক্স, হ্যান্ড স্যানিটাইজারসহ নগদ অর্থ সহায়তা প্রদান, বিভিন্ন স্থানে মেডিকেল ক্যাম্প পরিচালনার পাশাপাশি করোনা মোকাবেলায় স্বাস্থকর্মীদের পাশে এসে দাঁড়িয়েছে আর্টডক।
আর্টডক জেনারেল অফিসার কমান্ডিং সর্বদাই এই মানবিক কার্যক্রমে সরাসরি তদারকি ও নির্দেশনা প্রদান করে আসছেন।