মেহের আলী বাচ্চু,মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরে ভোক্তার আস্থাশীল ডিজিটাল বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হচ্ছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস।
সকালে জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) রশিদুল মান্নাফ কবির, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মেহেরপুর জেলা শাখা সভাপতি রফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক মাজেদুল হক মানিক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।