হালুয়াঘাট উপজেলা প্রতিনিধি:
হালুয়াঘাট-ধোবাউড়া আসনের সংসদ সদস্য মিষ্টার জুয়েল আরেং এমপি’র পক্ষে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন হালুয়াঘাট ধান্য ব্যবসায়ী সমিতি।
আজ বিকেলে হালুয়াঘাট ধান্য ব্যবসায়ী সমিতির কার্যালয়ে ধান্য শ্রমিকদের মাঝে এ উপহার তুলে দেন সমিতির নব নির্বাচিত নেতারা। সমিতির সভাপতি হুমায়ুন কবির মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ। কম্বল বিতরণের আগে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ বলেন, ধান্য ব্যবসায়ী সমিতির চলমান এ কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখতে তাদের সহযোগীতা অটুট থাকবে। একই বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ। ধান্য ব্যবসায়ী সমিতির মহতি এ উদ্যোগকে প্রশংসা জানান আওয়ামীলীগের এই দুই প্রবীন নেতা। সমাপনী বক্তব্যে ধান্য ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ূন কবির মানিক সমিতির পক্ষ থেকে সম্প্রতি সময়ে দৈনিক কালের কন্ঠ পত্রিকায় স্থানীয় সাংসদ জুয়েল আরেংকে জড়িয়ে মিথ্যে ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের তীব্র নিন্দা প্রকাশ করেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মোঃ খাইরুল বাশার বুলবুল, সহ-সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ বাবু তপন কুমার সরকার, সদস্য বাবু বিশ্বনাথ সাহা ও রফিকুল ইসলাম রফিকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সঞ্চালনায় ছিলেন ধান্য ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মোঃ অসীম ভুঁইয়া।