ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের ত্রিশালে কেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে উসমান গণি কুদ্দুছ নামে এক কাউন্সিলর প্রার্থীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে পরে মুচলেখা রেখে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
রবিবার সকালে ৯টার দিকে ত্রিশাল পৌরসভার দুখুমিয়া বিদ্যানিকেতন কেন্দ্র থেকে ওই কাউন্সিলর প্রার্থীকে আটক করা হয়। তিনি ত্রিশাল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ডালিম প্রতীক নিয়ে কাউন্সিলর পদে নির্বাচন করছেন।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান,কেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করায় কাউন্সিলর প্রার্থী উসমান গনিকে আটক করা হয়। তবে পরে মুচলেখা রেখে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
প্রসঙ্গত, ত্রিশাল পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ চারজন, কাউন্সিলর পদে ৩৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বীতা করেছেন।