স্টাফ রির্পোটারঃ
গত ২৮ নভেম্বার বিকালে ঈশ্বরগঞ্জ বাজারে কান্নারত অবস্থায় রুবিয়া খাতুন (৯) নামের এক শিশুকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান মালিয়াটি গ্রামের মোছাঃ হোসনে আরা।
পরবর্তীতে ৩০ নভেম্বার সন্ধ্যায় তিনি বিষয়টি ঈশ্বরগঞ্জ থানা পুলিশকে জানান। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের মিয়া ভিকটিমের সাথে কথা বলেন। আজ ১ ডিসেম্বর ভিকটিমের অভিভাবককে খুজে বের করে তাদের হাতে হস্তান্তর করেন।
জানা যায়, শিশু রুবিয়ার বাড়ি সুনামগঞ্জ জেলার সদর উপজেলার ব্রাহ্মনগাও গ্রামে। তার মায়ের নাম মোছাঃ সাজেদা খাতুন (৩০), পিতার নামঃ সিরাজ আলী।
আজ সকালে শিশু রুবিয়ার বাবা-মা সুনামগঞ্জ থেকে ঈশ্বরগঞ্জ থানায় হাজির হলে অভিভাবকের উপস্থিতিতে ঈশ্বরগঞ্জ থানা হতে ভিকটিম রুবিয়া খাতুন (৯) কে তাহার মাতার নিকট বুঝিয়ে দেওয়া হয়।