অনলাইন ডেস্ক:
২১তম ঢাকা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান অভিনীত ভারতীয় সিনেমা ‘ঝরা পালক’। সায়ন্তন মুখোপাধ্যায় এই সিনেমায় জয়ার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেতা ও সংসদ সদস্য ব্রাত্য বসু। আগামী বছরের শুরুতে ঢাকা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে সিনেমাটি।
এ সিনেমার কেন্দ্রে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের জীবনকথা। দুই বয়সের কবিকে পর্দায় ফুটিয়ে তুলেছেন ব্রাত্য বসু এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এখানে কবির স্ত্রীর ভূমিকায় দেখা মিলবে জয়া আহসানের। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন দেবশঙ্কর হালদার, কৌশিক সেন, সুপ্রিয় দত্ত, বিপ্লব বন্দ্যোপাধ্যায়সহ একাধিক দাপুটে অভিনেতা।
সিনেমাকে ক্যানভাসের মতো ব্যবহার করে কবির জীবন, ভাবনা, দুঃখ-যন্ত্রণা, আবেগ এবং তাকে ঘিরে থাকা মানুষের কাহিনি ফুটিয়ে তুলেছেন পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। জীবনানন্দ দাশের লেখা প্রথম কাব্যগ্রন্থ ‘ঝরা পালক’। তা থেকে অনুপ্রাণিত হয়ে এই সিনেমার নামকরণ।
পর্দায় ‘অল্পবয়সী’ জীবনানন্দ হিসেবে রয়েছেন রাহুল অরুণোদয়। পরিণত কবির ভূমিকায় ব্রাত্য। সজনীকান্ত দাসের ভূমিকায় রয়েছেন দেবশঙ্কর হালদার। কৌশিক সেনকে দেখা যাবে বুদ্ধদেব বসুর ভূমিকায়। নতুন বছরের ১৪ জানুয়ারি থেকে ২২ তারিখ পর্যন্ত চলবে ঢাকা চলচ্চিত্র উৎসব। সেখানেই দেখা যাবে সিনেমাটি।