Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ৭ জানুয়ারি ২০২২
আজকের সর্বশেষ সবখবর

করোনায় পণ্ড বিপাশার জন্মদিনের পরিকল্পনা

প্রতিবেদক
খাইরুল ইসলাম আল আমিন
জানুয়ারি ৭, ২০২২ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

বলিউড অভিনেত্রী বিপাশা বসুর জন্মদিন আজ। দিনটি তিনি তার পরিবারের সঙ্গে একান্তেই কাটাচ্ছেন। যদিও ৪৩তম জন্মদিনটিকে নিয়ে তার পরিকল্পনা ছিল অনেক। তিনি তার স্বামী কারণ সিং গ্রোভার-এর সঙ্গে মালদ্বীপে দিনটিকে উদযাপন করতে চেয়েছিলেন। বর্তমান করোনা পরিস্থিতির জন্য তা আর হয়ে ওঠেনি।

তিনি এক সংবাদ মাধ্যমকে বলেন, তিনি তার জন্মদিনের জন্য সবসময় অপেক্ষায় থাকে, এটা কোন বিষয় না তার বয়স কতো হলো। প্রতিবারের মতো এবারও দিনটিকে ঘিরে তার ছিল নানা পরিকল্পনা। কিন্তু করোনা পরিস্থিতির জন্য তিনি তার সব পরিকল্পনা স্থগিত করে ঘরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও জানান, জন্মদিনে সবসময়ের মতো তিনি আজ তার মায়ের হাতের পছন্দের সব খাবার খাবেন।

গত বছরও তার স্বামী করোনা আক্রান্ত থাকায় নতুন বছর ও জন্মদিন ভালো করে উদযাপন করতে পারেননি জনপ্রিয় এই অভিনেত্রী।