ফারুক আহাম্মদ :
সভ্যতার যা কিছু দৃশ্যমান তার সিংহভাগ নির্মাণ শ্রমিকের অবদান যাদের শ্রমে তৈরী হচ্ছে বড় বড় আবাসন,ফ্লাইওভার, শপিংমল, ব্রিজ কালভার্ট সহ নানান স্থাপনা দেশের উন্নয়নের বড় অংশিদার নির্মাণ শ্রমিকদের সংঘঠন বাংলাদেশ বিল্ডিং কন্সট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন রেজি: নং-বি-২১৭৫ এর ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার কার্যালয়ের শুভ উদ্ভোধন ও কার্যকারী কমিটির সদস্যদের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।
১০ জুলাই বিকাল ৩ টায় উপজেলার মইলাকান্দা ইউনিয়নের মেছিডেঙ্গি বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ বিল্ডিং কন্সট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন গৌরীপুর উপজেলা শাখার সভাপতি কাঞ্চন মিয়ার সভাপতিত্বে ,সাধারণ সম্পাদক আব্দুল হেলিমের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল আওয়ামী পার্টি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুল মতিন মাষ্টার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরীপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হাসান লিটন, সাবেক সহ-সভাপতি তপন সাহা, উপজেলা ন্যাপের সভাপতি অলি উল্লাহ,মইলাকান্দা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. আব্দুল জব্বার। গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আবু সাঈদ মো. ফারুকুজ্জামান,সিভিল ইঞ্জিনিয়ার পাভেল,লেন্ডমার্ক ট্রেড এন্ড ইঞ্জিনিয়ারিং এর ম্যানিজিং ডাইরেক্টর ও ময়মনসিংহ জেলা ছাত্র লীগের সাবেক সদস্য নুরে এলাহি হিরামন।সুর্যাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষক মো. আজহার কবির সহ, নির্মান শ্রমিকগণ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিদের নিয়ে কার্যালয় এর শুভ-উদ্বোধন করেন, আব্দুল মতিন মাস্টার, তিনি তার বক্তব্যে বলেন,
কোন দাবী আদায়ের জন্য নিজেদের মধ্যে সমন্বয় রাখা এবং সুশৃঙ্খলভাবে কাজ করার জন্য সংগঠন বা কমিটি করা একান্ত প্রয়োজন ।এই কমিটি গঠনের ফলে শ্রমিকগণ তাদের স্বার্থ রক্ষা করতে পারবে । কার্যকরি সদস্যদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করেন উপস্থিত অতিথিরা।




