প্রতিনিধি বদলগাছী ( নওগাঁ ):
নওগাঁর বদলগাছীতে মটরসাইকেল চালানো শিখতে গিয়ে এক এস.এস.সি পরীক্ষার্থির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার ভগমানপুর গ্রামের আসকর আলীর ছেলে।
জানা যায়, আজ মঙ্গলবার বেলা ১১ টার সময় উপজেলার ভগবানপুর গ্রামের আসকর আলীর ছেলে ফেরদৌস (১৬) এক বন্ধুর মটর সাইকেল নিয়ে বাড়ির নিকটে পাঁকা রাস্তায় মটর সাইকেল চালানো শিখছিল। চালানো শিখতেগিয়ে মটর সাইকেল এর নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। অবস্থা আশংখা জনক হওয়ায় এলাকাবাসী তাঁকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।
নিহত ফেরদৌস এ বছর বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহন করেন। তার মৃত্যুতে বন্ধু বান্ধব, আতœীয় স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।




