মো.ইয়াকুব আলী,ফুলপুর:
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল হকের মৃত্যুর কারণে চেয়ারম্যান পদ শুন্য হওয়ায় এই শূন্যপদে মঙ্গলবার (২০ অক্টোবর) উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ছনধরা ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে ৪৩৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আবুল কালাম আজাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুস সালাম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬২৫ ভোট।
এছাড়াও মোহাম্মদ জালাল উদ্দিন ঘোড়া প্রতীক পেয়েছেন ৩১১০ ভোট, মোঃ মেহেদী হাসান টেবিল ফ্যান প্রতীক নিয়ে পেয়েছে ১১৮২ ভোট, হাফিজুল হাসান মটর সাইকেল পেয়েছে ৯২১ ভোট, সারোয়ার হোসেন অটোরিক্সা পেয়েছে ৩৫০ ভোট ও মোঃ বাহা উদ্দিন আলী আকবর চশমা পেয়েছেন ৯৪ ভোট। ছনধরা ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৭ জন প্রার্থী।