পাবনা প্রতিনিধি:
আইনশৃঙ্খলা বাহিনীকে টার্গেট করে জঙ্গিদের আত্মঘাতী হামলা এবং সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর।
গত শনিবার রাতে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) এ সতর্ক বার্তা দেয়া হয়।
পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, কয়েকটি জঙ্গি আস্তানায় অভিযান এবং জঙ্গিদের আত্মঘাতী বোমা বিস্ফোরণে পুলিশসহ ছয়জন নিহতের পর এ সর্তক বার্তা দেয়া হয়।
পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি, মিডিয়া) সোহেলী ফেরদৌস জানান, দক্ষিণ সুরমার জঙ্গি আস্তানায় যৌথ বাহিনীর অভিযানের সময় প্রাণঘাতী বিস্ফোরণের পর শনিবার রাতে এ সতর্ক বার্তা দেয়া হয়।
তিনি বলেন, জেলার পুলিশ সুপারদের (এসপি) বিশেষ বার্তা দেয়া হয়েছে। সবাই যেন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেন সেটা বলা হয়েছে।
এব্যাপারে পাবনা পুলিশ সুপার জিহাদুল কবিরের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পুলিশ সদর দপ্তর থেকে সতর্কবার্তা পাওয়ার সাথে সাথে জেলার বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নিয়ে আছে।