পাবনা প্রতিনিধি : পাবনায় দুই সন্তানের জননী নুরুন্নাহার (২৬) কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ হত্যাকান্ডে-জড়িত সন্দেহে স্বামী নুরুল ইসলাম (৩০) কে আটক করেছে থানা পুলিশ।
রবিবার ভোররাতে সদর উপজেলার বুদেরহাটে এ ঘটনাটি ঘটে।
নিহত নুরুন্নাহার ফরিদপুর উপজেলার দত্তপুঙ্গলী গ্রামের নবাব আলীর মেয়ে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নয় বছর আগে একই গ্রামের মোয়াজ্জেম হোসেন ব্যাপারীর ছেলে নুরুল ইসলামের সাথে নুরুন্নাহারের বিয়ে হয়। বিয়ের পর তারা পাবনা সদরের বুদেরহাট এলাকায় আব্দুস সুবহান নামের জনৈক ব্যক্তির বাড়িতে বাসা ভাড়া থাকতো।
পারিবারিক বিরোধের জের ধরে স্বামী নুরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে পাটার শিল দিয়ে মাথায় প্রচন্ড আঘাত করে। এতে ঘটনাস্থলেই নুরুন্নাহারের মৃত্যু হয়।
স্থানীয়রা ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।