উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল(১১ এপ্রিল) নড়াইলে শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর অভিভাবক উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের পাঠানো তথ্য ভিত্তিতে, জানা গেছে, রোববার (১০এপ্রিল) দুপুরে উপজেলার ৬৬ নং পাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান আরিফ লিমন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রুদ্র মোল্যা (৮) গণিত ক্লাসের পড়া না পারায় তাকে বেত দিয়ে বেদম প্রহার করে আহত করে।
এ ঘটনায় ওই শিক্ষার্থীর অভিভাবক বিকালেই উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমানকে অবহিত করেন। সোমবার (১০ এপ্রিল) সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাগর চৌধুরী সরেজমিনে ওই স্কুল পরিদর্শন করেছেন। শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে মারপিটের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট তদন্ত রিপোর্ট দাখিল করা হবে বলেও জানান।