স্টাফ রিপোর্টার ;
জঠিল থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে প্রতিমাসে কমপক্ষে দুই ব্যাগ রক্ত লাগছে শিশু তাজমহল (৭) ও ফয়সলের (৫)। গত তিন বছর ধরেই এ অবস্থায় চলছে। দিন মজুর বাবা নিঃস্ব হয়ে গেছেন শিশুদের চিকিৎসায় । দ্বারে দ্বারে হাত পেতেও পাচ্ছেন না আশানুরূপ সাড়া। এক আবেদনের প্রেক্ষিতে আগামী কয়েক মাসের রক্তের প্রয়োজন মিটাতে ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন তার কার্যালয়ে রাখা ভিক্ষুকদের পুর্নবাসনের দানবাক্সের জমানো ১৮ হাজার ৪৮০ টাকা আজ মঙ্গলবার সকালে ওই দুই শিশুর হাতে তুলে দেন।
অবুঝ শিশু দুটির বাবা বলেন, প্রতি মাসে দুটি শিশুর জন্য রক্ত জোগাড় করতে হয়। ওদের পথ্য খাওয়াতে হয়, এতে তার প্রচুর অর্থ খরচ হয়। দিনমজুরির আয় দিয়ে তিনি আর কুলাতে পারছিলেন না। তার এই সমস্যার কথাটি কার্যালয়ে এসে ইউএনওকে জানান। পরে ইউএনও সাময়িক এই ব্যবস্থা করে দেন।
ইউএনও মো:এরশাদ উদ্দিন বলেন, তিনি নিজেও কিছু সহায়তা করেছেন। পরে দানবাক্সে জমা পড়া সমুদয় অর্থ শিশু দুটির বাবার হাতে তুলে দিয়েছেন।